স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শোয়েব চৌধুরী রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়াতনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে সাংবাদিক শোয়েব চৌধুরীর রোগমুক্তি কামনাসহ সকলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আব্দুল রারিক লস্কর, সদস্য মাসুদ আলী চৌধুরী ফরহাদ, রাশেদ আহমেদ খান, আব্দুল হালীম, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সৈয়দ সাদাত মুক্তা, শ্রীকান্ত গোপ, প্রদীপ দাস সাগর, শাকিল চৌধুরী, এমদাদুল ইসলাম সোহেল, মঈন উদ্দিন আহমেদ, এসএম সুরুজ আলী, মুজিবুর রহমান, নুরুল হক কবির, সাংবাদিক কেএমএ ওয়াহাব নাইমী, জাকারিয়া চৌধুরী, বদরুল আলম, সাংবাদিক একে কাওছার, মশিউর রহমান প্রমুখ।