স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে ভাগ্নের কুদালের আঘাতে মামা নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ভাগ্নে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল রবিবার সকালে গোপায়া গ্রামের মৃত রঙ্গিলা মিয়ার পুত্র নিহত মালেকের বড় ভাই আব্দুল আলী বাদী হয়ে একটি হত্য মামলা দায়ের করে। এই মামলায় শুধু মাত্র তার ভাগ্নে ফরিদ মিয়াকে আসামী করা হয়।
গতকাল রবিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিদ মিয়া আটক ফরিদ মিয়াকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে প্রেরণ করলে সে ৩০ মিনিট স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ঘাতক ফরিদ জবানবন্দিতে বলেন, তারা মামা ভাগ্নে পশ্চিম ভাদৈ আব্দুল কাইয়ুমের নির্মানাধীন বাড়িতে রংয়ের কাজ করে। এক পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় মালেক ফরিদ মিয়াকে একটি থাপ্পর মারে। এতে তার রাগ মাথায় উঠলে পাশে থাকা কোদাল নিয়ে তার মাথার পিছনে আঘাত করে। পরে সে মাঠিতে পরে গেলে তাকে ঘাতক ফরিদই মালেককে সদর হাসপাতালে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করলে সে পালিয়ে যাওয়ার বুদ্ধি করে। আবার পালিয়ে গেলে লোকজন সন্দেহ করবে বলে সে পালিয়ে যায়নি। অবশেষ সদর থানা পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে সে ভয়ে তাদের কাছে স্বীকার করে। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জানান, আসামী যেহেতু ঘটনার বর্ণনা দিয়েছে সুতরাং তার রিমান্ডের প্রয়োজন নেই। গতকাল বিকেলেই তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়।