স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এডঃ শরীফ উদ্দিন আহমেদ এর ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচীর মধ্যে রয়েছে কোরআন খতম, স্থানীয় আসকর উল্লাহ জামে মসজিদে বাদ যোহর মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারত। উক্ত কর্মসূচীতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আমির হোসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।
উল্লেখ্য, মরহুম শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ১৯৪২ সালে ৭ মার্চ জন্মগ্রহন করেন। তার পিতার নাম মরহুম দিদার বক্স। শরীফ উদ্দিন আহমেদ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্স থেকে এমএ ডিগ্রি লাভ করেন। তিনি বানিয়াচংয়ের ঐতিহাসিক এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর সুনামের সাথে শিক্ষকতা করেছেন। ১৯৭১ সালে এলএলবি পাশ করে হবিগঞ্জ কোর্টে আইন ব্যবসা শুরু করেন। তিনি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে সংসদ সদস্য থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ আগস্ট মৃত্যুবরণ করেন।