চুনারুঘাট প্রতিনিধি ॥ ‘আশা’ সংস্থার পক্ষ থেকে চুনারুঘাট থানা পুলিশের ভবনে সংযোজনের জন্য আইপিএস প্রদান করা হয়েছে। ফলে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে লোডশেডিং এর সময় আইপিএস ব্যবহার করে জনগনের সেবা প্রদান করতে পারে বলে কর্তৃপক্ষরা জানান। গত শনিবার বেলা ১২টায় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের হাতে আইপিএস হস্তান্তর করেন আশার বিভাগীয় প্রধান মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী ও আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র লিয়াজো অফিসার মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, আশা’র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমিন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আশীষ রঞ্জন ধর, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রটারি খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট-১ ব্রাঞ্চের ম্যানেজার জিয়াউল করিম ও শিক্ষা সুপারভাইজার মিঠুন বিশ্বাসসহ আশার ম্যানাজার। উক্ত অনুষ্ঠানে ওসি কেএম আজমিরুজ্জামান আশার এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশসহ সংস্থার সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।