স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের দিলারা বেগম (৩৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের দিলু মিয়ার স্ত্রী। গতকাল রবিবার দুপুরে স্বামীর সাথে অভিমান করে ঘরে থাকা বুলেট ট্যাবলেট খেয়ে ফেলে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দিলারার বোন জানান, প্রায় ১৮ বছর আগে জয়নগর গ্রামের দিলু মিয়ার সাথে দিলারার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে ৩ কন্যা সন্তান জন্ম গ্রহন করে। ১ বছর আগে দিলারার দুই যুবতী মেয়ে জীবিকার তাগিদে সৌদি আরব চলে যায়। এর পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এনিয়ে কয়েকবার শালিশ বৈঠকও হয়। কিন্তু তাদের ঝগড়া শেষ হয়নি। দিলারা বড়কান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।