চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাকক্ষে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার তাহমিনা আক্তার, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রশিদ চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি জামাল হোসেন লিটন, শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, আবুল খয়ের মোল্লা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ সামাদ, আবুল খয়ের, আঃ সামাদ, আফসার আহমেদ তালুকদার, মাওলানা মোসাহিদ আলী, এস এম মিজান, জালাল উদ্দিন প্রমুখ।
সভায় শোক দিবসের দিন জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনাসহ জাতীয় কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়।