আবুল কাসেম লাখাই থেকে ॥ লাখাইয়ের বুল্লা বাজারে গতকাল রবিবার দুপুরে ১টায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ বাদশা মিয়া। এ সময় পুলিশের পক্ষ থেকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতনতা থাকার অনুরোধ জানান। আলোচনায় অংশ গ্রহন করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হুসেন, ওসি তদন্ত অজয় দেব, মোড়াকরি ইউনিয়েনের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল, মুড়িয়াউক ইউনিয়েনের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি বাদশা মিয়া ও সাধারন সম্পাদক জাকির হুসেন, তাউস মিয়া প্রমুখ।