বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের জনৈক ছাত্রীকে হত্যার চেষ্টা কালে রছারাসহ তারই সহপাঠী আল আমিন মিয়া (১৯) নামের এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটককৃত আল আমিন উপজেলার মিরপুর ইউনিয়নের বারআউলিয়া গ্রামের ছিদ্দিক আলীর পুত্র।
প্রত্যদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিন তারই সহপাঠী বাণিজ্যিক বিভাগের জনৈক ছাত্রীকে প্রথমে রুম থেকে টেনে হেছড়ে বের করে শ্লীলতাহানী করে। পরে উত্তেজিত হয়ে তার কাছে থাকা ছোরা দিয়ে মেয়েটিকে হত্যার হুমকি দেয়। এ সময় কলেজের অন্যান্য শিক্ষার্থীরা তাকে ছোরাসহ আটক করে। খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ঘটনাস্থলে পৌছেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন জাানান, খবর পেয়ে কলেজে গিয়ে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ পাই। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অন্যের কথায় এগুলি করেছে বলে জানায়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।