স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অপহরণের ১৩ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে দায়েরকৃত মামলায় হাজী সামছু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকার মৃত ইসাক মিয়ার পুত্র। গতকাল শনিবার সকালে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির এসআই রাজীব তাকে গ্রেফতার করেন। গতকালই তাকে কাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, উমেদনগর গ্রামের উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করত হাজী সামছু মিয়ার ভাই মনির মিয়ার পুত্র সাজন আহমেদ (২২)। গত ২৩ জুলাই স্কুল থেকে বাড়ি ফোরার পথে ওই ছাত্রী নিখোজ হয়। এর দুই দিন পর পুলিশ মনির মিয়াকে আটক করলে তিনি ওই ছাত্রীকে বের করে দিবে বলে মুছলেখা দিয়ে ছুটে আসে। কিন্তু ১৩ দিন অতিবাহিত হলেও ওই ছাত্রীকে পাওয়া যায়নি। অবশেষে ওই ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ হাজী সামছু মিয়াকে আটক করে।