নবীগঞ্জ সংবাদদাতা ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ দাবীতে ক্যাম্পাসে আন্দোলনের প্রস্তুতিকালে ছাত্রলীগের বাধায় পন্ড হয়ে যায় তাদের আন্দোলন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, ’’নিরাপদ সড়ক চাই’’ দাবীতে কলেজ ক্যাম্পাসে আন্দোলনের প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। সে সময় নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এতে বাধা প্রদান করে। এসময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়।
আজ রোববার সকালে নবীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ’’নিরাপদ সড়ক চাই’’ দাবীতে আবারো আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।