স্টাফ রিপোর্টার ॥ দলীয় শৃংখলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে আওয়ামীলীগ থেকে বহিস্কৃত বিএনপি নেতাকে দলীয় কর্মকান্ড পরিচালনার প্রতিবাদ করায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতির লোকজন হামলা চালিয়ে সেক্রেটারীর দোকান ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়ি বাজারে। হামলাকালে দোকান মালিক কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ফরহাদ আহমেদ পাঠান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গিয়ে ইমাম বাড়ি বাজার কমিটি সেক্রেটারী হুমায়ূন কবির আহত হয়েছেন।
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদকের নিকট গত ৩০ জুন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী ফরহাদ আহমেদ পাঠান একটি অভিযোগ প্রদান করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন-জাতীয় শোক দিবস উপলক্ষে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের এক পরামর্শ সভা গত ২৮ জুন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিএনপি নেতা মনিরুজ্জামান মাস্টার উপস্থিত ছিলেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক চৌধুরী বিএনপি নেতা মনিরুজ্জামানকে সভায় নিয়ে আসেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিএনপি নেতাকে আওয়ামীলীগের সভায় নিয়ে আসার বিষয়টি সেক্রেটারী ফরহাদ আহমেদ পাঠান সামাজিক যোগাযোগ ফেইজ বুকেও আপলোড করেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সম্পাদকের নিকট লিখিত অভিযোগ ও ফেইজবুকে আপলোড করায় সেক্রেটারী ফরহাদ আহমেদ পাঠানের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন সভাপতি ইমদাদুল হক চৌধুরী ও তার কর্মী সমর্থকরা। এ নিয়ে সভাপতি-সম্পাদকের বিরোধ চরম আকার ধারণ করে। বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন ইমামবাড়ি বাজার কমিটির সেক্রেটারী হুমায়ূন কবির। তিনি বুধবার দিবাগত রাতে সভাপতি-সেক্রেটারীর সাথে ফোনে যোগ করেন। বিষয়টি সমাধানের জন্য গতকাল সকালে ইমামবাড়ি বাজারে ইমদাদুল হক চৌধুরীর সাথে কথা বলছিলেন হুমুয়ূন কবির। এ সময় তাদের সামনেই ইমদাদুল হক চৌধুরীর বাড়ি পুরান গাওয়ের লোকজন সেক্রেটারী ফরহাদ আহমেদ পাঠানের দোকানে হামলা ও ভাংচুর শুরু করে। হামলাকারীদের নিবৃত করতে গিয়ে ইমামবাড়ি বাজার কমিটির সেক্রেটারী হুমায়ূন কবিরও আহত হন। হামলাকারীরা ফরহাদের মালিকানাধিন সামি এন্ড জেইন ইলেক্ট্রনিক ব্যাপক ভাংচুর করে। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে ফরহাদও আহত হন। হামলা ও ভাংচুরের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রাতে কালিয়ারভাঙ্গা ও পুরানগাও গ্রামবাসী পৃথক বৈঠক করেছেন।
এদিকে অভিযোগ আরো উল্লেখ করা হয়, মনিরুজ্জামান মাস্টার ২০১১ সনের ২৭ জানুয়ারী উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর বিরোধীতা এবং বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়ার পক্ষে কাজ করার অপরাধে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি ২০১৩ সালে ইমামবাড়ী বাজারে শতাধিক লোক নিয়ে শেখ সুজাতের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দান করেন।