স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে সংঘর্ষের ঘটনায় বেসিক সঞ্চয় ও সমবায় সমিতির মালিকানা দাবীদার ও ভিশন ইলেক্ট্রনিক্স এর মালিক আটক আব্দুল হাকিম ফুল মিয়াসহ ২২ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দিয়ে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় উল্লেখিত গ্রামে বেসিক সঞ্চয় ও সমবায় সমিতির মালিকানা নিয়ে ভিশন ইলেক্টনিক্স এর স্বত্ত্বাধিকারী আব্দুল হাকিম ফুল মিয়া ও একই গ্রামের আব্দাল রাজার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। প্রায় ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে ঢাকা ও সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সুজাতপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ফুল মিয়াসহ ২২ জনকে আটক করে।