মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৪৮ বোতল ফেনসিডিলসহ জালাল মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত জালাল উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের ভেঙ্গাডোগা গ্রামের খেলু মিয়ার ছেলে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর সহকারি পুলিশ সুপার মনিরুজামান জানান, র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিধান চন্দ্র কর্মকারের নেতৃত্বে র্যাবের একটি দল বুধবার গভীর রাতে মাদক ব্যবসায়ী জালালের বাড়ীতে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার সকালে ধৃত জালালকে মাধবপুর থানা পুলিশে সোর্পদ করেন।