স্টাফ রিপোর্টার ॥ ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ৯ টার দিকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি সাড়া শহর প্রদক্ষিণ শেষে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, সিনিয়র কনসালটেন্টন ডাঃ এসকে ঘোষ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ নাসিমা খানম ইভা, ডাঃ কায়সার রহমান, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, কেয়ার বাংলাদেশ এর সিনিয়র অফিসার ডাঃ মিঠু রাণী চৌধুরী, সূর্যের হাসি ক্লিনিকের মতিলাল দাশ, মোঃ সফিকুল ইসলাম, সম্পা রাণী দাশ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা কেএম ওয়াহাব নঈমী। গীতা পাঠ করেন জয়া রাণী দাশ।