বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জে ৫০ শয্যার হাসপাতাল ভবন উদ্বোধনকালে এমপি বাবু ॥ স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে হলে সকলকে সহযোগিতা করতে হবে

  • আপডেট টাইম বুধবার, ১ আগস্ট, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ দেশ আর গরীব দেশ নয়। একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এর সুফল নবীগঞ্জবাসী ভোগ করতে পারবে। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধনী অনুষ্টানে উপরোক্ত কথাগুলো বলেছেন অনুষ্টানের প্রধান অতিথি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। তিনি বলেন, দেশে রাজকার আলবদরা যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য সবাইকে একযোগে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
গতকাল সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফিতা কেটে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। পরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য দেবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জাতীয় পাটির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন বীর প্রতীক, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. প্রসেজিৎ রায়, ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ, মহিবুর রহমান হারুন, জাবেদুল আলম চৌধুরী সাজু, বাংলাদেশ টেলিভিশন বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) এটিএম সালাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাকিল হোসেন, মোঃ সরওয়ার শিকদার, সলিল বরণ দাশ, কেন্দ্রীয় তালামিযের সহশিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আব্দুল মুহিত রাসেল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে দেশের প্রতিটি উপজেলার ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ করতেন। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশ আজ আর অন্ধকারে নয়, এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। তাই আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com