প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে সামনে রেখে গত সোমবার বিকেল ৫ টায় করগাঁও ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাতি মোঃ আলতাব আলীর সভাপতিত্বে ও ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া তালুকদারের পরিচালনায় করগাঁও ইউনিয়নের শেরপুর, কামালপুর, দূর্গাপুর ও রাধানগর গ্রামে বিদ্যুৎ উদ্বোধন করেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সঙ্গগঠনের উদ্যোগে বিশাল জনসভায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি কেয়া চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন-প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ প্রকল্পের চারটি গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছি। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিজিএফ কার্ড, গৃহহীনদের গৃহ প্রদান সহ উন্নয়নের সমস্ত কার্যক্রম প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। যা আজ পৃথিবীব্যাপী স্বীকৃত। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে আপনারা ভূল করেন নি। দেশকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার আহ্বান জানান। বিশাল জনসভাটি নৌকার স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম রুহুল আমীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ রেজভী আহমদ খালেদ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছালিক মিয়া, করগাঁও ইউপি আওয়ামীলীগের সভাপতি মোঃ বজলুর রহমান, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের পরিচালক মোঃ শফিকুর রহমান, প্রভাষক মোঃ শাহিন মিয়া, করগাঁও ইউপি যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেবু আহমেদ লেবু, ইউপি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, সাধারণ সম্পাদক তপু মিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাজেদ মিয়া তালুকদার, ইউনূছ খান, ডাঃ আরশাদ মিয়া, মোশাহিদ মিয়া, তোফাজ্জুল হক, খালেদ মিয়া, নুরুল আমীন, জাকারিয়া আলম পবলু, হাফিজ মিয়া শেখ আলী হোসেন, জাকারিয়া আহমদ চৌধুরী, মোস্তাক আহমদ ফারছু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাজল মিয়া, লাল মিয়া, কমরু মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মিনাল কান্তি রায় মিনু, লীলা দাশ, মোঃ মঈন উদ্দিন চৌধুরী, মোঃ আওলাদ মিয়া, মোঃ গোলাম রব্বানী, হাজ¦ী শাহ এমরান, আজিজুল মিয়া, আব্দুর রহমান, জমির মিয়া, সিরাজুল ইসলাম, মোফাজ্জুল হোসেন মায়া, ছুরাব আলী চৌধুরী, আঙ্গুর মিয়া, শের আলী, মিনু মিয়া ও মোজাহিদ আহমদ, তোফায়েল আহমদ খরছু, আমুদ সরকার ও কুটিস্বর সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন করগাঁও ইউপি যুবলীগের সাবেক সভাতি রিয়াজুল করিম চৌধুরী।