নবীগঞ্জ শাহরের নতুন বাজার মোড়স্থ আমীন শপিং সেন্টার (পূবালী ব্যাংক) এর সামন থেকে হৃদয় নামের ৬ বছরের একটি শিশু পাওয়া গেছে। গতকাল দুপুরে এই শিশুটিকে কাঁদতে দেখে আমীন শপিং সেন্টারের জয়নুল আমীন তাকে নিজ জিম্মায় নেন। এ সময় তার কাছে ঠিকানা জানতে চাইলে সে তার নাম হৃদয়, পিতার নাম জহুর, গ্রাম উত্তর সাঙ্গর বলে জানায়। সে তার নানার সাথে নবীগঞ্জ এসেছিল। এরপর সে তার নানাকে আর খোজে পাচ্ছে না। শিশু টি এর চাইতে আর বেশী তথ্য দিতে পারেনি। তার পিতা-মাতা অথবা নিকট আত্বীয় কে তাকে বুঝে নিতে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
জয়নুল আমীন
আমীন শপিং সেন্টার, নবীগঞ্জ, নতুন বাজার,
নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।
মোবাইল-০১৭৪৬-১৩৩৩৩৮