প্রেস বিজ্ঞপ্তি ॥ বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী বাসদ নেত্রী ডাঃ মনিষা চক্রবর্তীর উপর দফায় দফায় হামলাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্থানীয় খোয়াইমুখ পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ নেতা কমরেড জুনায়েদ আহমেদ এডভোকেটের পরিচালনায় বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান প্রমুখ নেতৃবৃন্দ। কর্মসূচীতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন সিপিবি নেতা আজমান আহমেদ, বাসদ নেতা লোকমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন সরকারী দলের সন্ত্রাসী গোন্ডারা হাতে সিল মেরেই থেমে থাকেনি তারা ডাঃ মনিষার উপর আক্রমণ চালিয়ে তাকে আহত করেছে। এতে প্রমাণিত হয় এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ দাঁড়িয়ে তামাশা দেখল, সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নিল না, গ্রেফতারও করেনি। তাই এই তামাসার নির্বাচন বাতিল করে পূনরায় নির্বাচন দেয়ার দাবী জানানো হয়। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশন দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।