নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা’র উদ্বোধন করেছেন অনুষ্টানের প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান। কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল আহমদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, তালামীয নেতা আব্দুল মুহিত রাসেল প্রমুখ।