বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে বাহুবল অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায়সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, ভাইস চেয়ারম্যান তারা মিয়া, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান টেনু, সাইফুদ্দিন, বাহুবল উপজেলা কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা নুসরাত-ই-এলাহী, আনসার ভিডিপি কর্মকর্তা আফসানা আনঞ্জুম, যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ। সভায় বাহুবল উপজেলা সার্বিক শিক্ষা আন্দোলন- ২০১৮ কর্মসূচীর বাস্তবায়ন ও মদ-গাজা, হিরোইন, ইয়াবা এবং জুয়া বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।