স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পুঠারমাটি গ্রামে মুনছুর মিয়া (১৮) নামে এক রাখালের লজ্জাস্থান দিয়ে জোক প্রবেশ করেছে। আর এতে করে সে অজ্ঞান হয়ে পড়লে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সে ওই গ্রামের আবু তালেবের পুত্র। গতকাল রবিবার বিকাল ৫ টায় গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ একটি জোক তার লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে। কিছুক্ষণ পর সে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। তবে চিকিৎসক তার জোক বের করতে না পারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।