বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী ॥ সাংবাদিকরা জনগণের অধিকার আদায়ে কাজ করে ॥ অপরাধীরাও তাদের ভয় পায়

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৫৩১ বা পড়া হয়েছে

মোঃ কাউছার আহমেদ ॥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধামন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে। দেশরতœ শেখ হাসিনার সরকার নতুন নতুন মিডিয়ার অনুমোদন দিয়ে এক দিকে যেমন কর্মসংস্থার সৃষ্টি করেছেন অন্য দিকে তেমনী সরকারী-কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিয়ে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে।
ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকরা জনগণের অধিকার আদায়ে কাজ করেন। অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সাংবাদিকদের রয়েছে বিশেষ ভূমিকা। এই পেশায় যারা কাজ করেন তাদেরকে সবসময় অপরাধের বিরুদ্ধে সাহসি ভূমিকা রাখতে হয়। যে কারণে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অনেক সাংবাদিক। তাই হবিগঞ্জের সকল সাংবাদিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একজন সাংবাদিক যখন নীতি-নৈতিকতা এবং তার আদর্শকে সামনে রেখে কাজ করে, তখন অপরাধীরাও তাকে ভয় পায়। তাই সাংবাদিকদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা বিরোধীরা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে তখন সাংবাদিকদেরকে রাষ্ট্রের পক্ষে অবস্থান নিতে হবে। তিনি হবিগঞ্জের সাংবাদিকদের দক্ষতার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, আমি নিজেকে হবিগঞ্জের সন্তান বলে মনে করি। কারণ বাবার চাকুরীর সুবাদে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাই হবিগঞ্জবাসীর সাথে আমার নিভির সম্পর্ক রয়েছে। আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি সর্বাত্বক সহযোগিতা করব। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গতকাল রাতে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের ২০১৮-১৯ সনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অত্যান্ত জাকজমকপূনভাবে অনুষ্টিত হয়। এ উপলক্ষ্যে রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্সের ৩য় তলায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন অভিষেক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাহিজ। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সাধাারণ সম্পাদক মোঃ ছানু মিয়া ও সহ-সভাপতি শাকিল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ ক্যাবল টিভি নেটওয়ার্কের এয়ার লিংক এর চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি প্রদ্বীপ দাশ সাগর। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ সেলিম। গীতা পাঠ করেন সদস্য সুকান্ত গোপ। পরে ফুলের তোড়া দিয়ে অতিথিগকে বরণ করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা ও হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শামীম আহসান, রুহুল হাসান শরীফ, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, মাধবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আক্তার হেলেন, জেলা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, শাহ ফখরুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলমগীর খান, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক-কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মানান ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) রবিউল আলম, হবিগঞ্জ বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ এসএম আবরার জাবের প্রমূখ। শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে নিয়ে নৈশ্যভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com