নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এর নৌকার প্রচারণাকালে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ জুলাই বদর উদ্দিন আহমদ কামরান এর নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, সিলেটে যা উন্নয়ন হয়েছে তা একমাত্র শেখ হাসিনা ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অবদান। এই সরকার ক্ষমতায় না থাকলে এই উন্নয়ন হত না। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থী বদর উদ্দিন কামরানকে বিজয়ী করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নৌকা প্রতীকের বিকল্প নাই। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিলেট সিটি নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে নৌকা মার্কায় ভোট দিয়ে পূণরায় সিলেট নগরবাসীর সেবা করার সুযোগ দিন। গতকাল শুক্রবার বিকালে সিলেটের কোর্ট স্টেশন এলাকায় বিশাল পথ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ বাহুবলের আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের কয়েক শতাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিলেট সিটি কর্পোরেশন এর বিভিন্ন ওয়ার্ডে নৌকার লিফলেট বিতরণ ও প্রচারণা করেন। প্রচারণাকালে তিনি জনগণের কাছে আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের নগর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, সাবেক এমপি আব্দুল মন্নান চৌধুরীর নাতি ফয়ছল হোসেন চৌধুরী, ডাঃ নাজরা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার সহ হবিগঞ্জ ও নবীগঞ্জ বাহুবলের কয়েক শতাধিক নেতাকর্মী।