স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আনোয়ারপুর গ্রামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি মহিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, বৃক্ষরোপন বিষয়ক সম্পাদক নুরুল আনাম খান টিপু, পৌর বিএনপির পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন খান, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, ইকবাল হোসেন, আনিসুজ্জামান জেবু, মর্তুজা আহমেদ রিপন, মোঃ আরব আলী, আব্দুল খালেক, শাহ বাবুল মিয়া, আনোয়ার আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ টেনু মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, শ্রাবণ আহমেদ, আলী মোঃ ইউসুফ, জয়নাল আবেদীন, অলিউর রহমান বিপলু, কাজল মিয়া, শাহজাহান মিয়া, মীর হোসেন, আব্দুস সহিদ, মেহের আলী, শাকিল মিয়া, বদরুল আলম, মঙ্গল মিয়া, জিলু মিয়া, হিরা মিয়া, সজল মিয়া, আব্দুল মিয়া প্রমুখ।
সম্মেলনে মোঃ আনোয়ার আলীকে সভাপতি, মোঃ আব্দুল আহাদকে সিনিয়র সহ সভাপতি, শাহ বাবুল মিয়াকে সহ সভাপতি, আনিসুজ্জামান জেবুকে সাধারণ সম্পাদক, মোঃ ছালেক আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ এমরান মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।