স্টাফ রিপোর্টার ॥ অভাব অনটনের সংসারের হাল ধরার জন্য হবিগঞ্জ সদর উপজেলার বেকিটেকা গ্রামের জনৈক নারী সৌদি আরবে গিয়ে নানান নির্যাতনের শিকার হয়ে অবশেষে দেশে এসে রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। দেশে ফিরে অসুস্থ অবস্থায় হবিগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন তিনি।
এ প্রতিনিধিকে জানান, আজ থেকে ৪ মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার চান্দুরা গ্রামের হারুন মেম্বার নামে এক দালালের সাথে তার পরিচয় হয়। সে তাকে ধর্মবোন বানিয়ে প্রায়ই বাড়িতে আসা-যাওয়া করত। এক পর্যায়ে হারুন তাকে ভাল চাকুরীর প্রলোভন দিয়ে সৌদি আরবে পাঠায়। সেখানে যাওয়ার পর একদল নরপশু তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাদের খপ্পর থেকে বাচার জন্য সে পালিয়ে সৌদি পুলিশের কাছে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ গত ১ সপ্তাহ আগে বাংলাদেশে পাঠায়। তার শরীরের অবস্থার অবনতি হলে তিনি গত বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের একটি ক্লিনিকে ভর্তি হন।