আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মোঃ আতর আলী মিয়ার পুত্র মোঃ আলাউদ্দিন ২৬ হাজার ৭৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভুইয়া ১৯ হাজার ৮৪০ ভোট পেয়ে ৪র্থ বারের মত পরাজয়ের স্বাদ গ্রহণ করেছেন। নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল পেয়েছেন ৬০৮ ভোট। বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গতকাল সকাল বুধবার সকাল ৮টা থেকে উপজেলার ৪৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ৭৭ হাজার ৯৭০ জন ভোটারের মধ্যে ৪৭ হাজার ২০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী ছিল তৎপর। প্রতিটি কেন্দ্রে র্যাব-বিজিবির পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সারাদিন ছিল ভ্রাম্যমাণ আদালত।