স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মন্তোষ চন্দ্র পালের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্ট ব্যাংকে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংকের প্রতিষ্টাতা ব্যবস্থাপক ও জেলা ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম। বক্তব্য রাখেন নবাগত ব্যবস্থাপক অনুপম মোদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য মনির হোসেন খান, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, লুৎফুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, মোঃ শফিউল্লাহ, মোঃ আলী আকবর, অলিউর রহমান, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ, হবিগঞ্জ ট্রাষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মন্তোষ চন্দ্র পালকে সিলেটের গোয়ালা বাজার বদলী করা হয়েছে। আজ বৃহস্পতিবার হবিগঞ্জ শাখায় উনার শেষ কর্মদিবস। এদিকে গোয়ালা বাজার শাখা ব্যবস্থাপক অনুপম মোদককে হবিগঞ্জে বদলী করা হয়েছে। আগামী রবিবার থেকে তিনি হবিগঞ্জ শাখায় ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবেন।