সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের নদীর উত্তরপাড় এলাকার বাসিন্দা আলহাজ্ব আব্দুর রকিব চৌধুরী গত ২০ জুলাই শুক্রবার দিবাগত রাতে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি……রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ আসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পর দিন ২ ঘটিকায় তাহার নিজ বাড়ীতে জানাযার নামাজ সম্পন্ন হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে অংশ গ্রহন করেন-জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান খান, হাজ্বী কমরু মিয়া, আতাউর রহমান (লেবু মিয়া), মাহমুদুর রহমান চৌধুরী, সালেহ আহমেদ চৌধুরী, খালেদ আহমেদ চৌধুরী, শাহিন আহমেদ চৌধুরী, শামীম আহমেদ চৌধুরী, রোকন আহমেদ চৌধুরী, দিপু আহমেদ চৌধুরী, রেজাউল করিম কাপ্তান, তারিফ মিয়া চৌধুরী, আবাব চৌধুরী, আব্দুল বারি, রহমত উল্লাহ সহ জেলা উপজেলা ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।