বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের ধারাবাহিকতায় জনগণের দোরগোড়ায় মৎস্য সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে গতকাল স্থানীয় ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়ন মিলনায়তনে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামনুর রশিদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ হাবিবুর রহমান, ইউপি মেম্বার ধন মিয়া, সুমন আখঞ্জী, প্রদীপ সূত্রধর প্রমুখ। পরে উপস্থিত মৎস্যজীবিদের মৎস্য বিষয়ক হাতে কলমে বিভিন্ন ধরনের পরামর্শ ও তাদের প্রশ্নের উত্তর দেন জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মৎস্যজীবিরা যে কোন পরামর্শ কিংবা মৎস্য সংক্রান্ত কোন বিষয় জানার থাকলে স্থানীয় মৎস্য বিভাগে যোগাযোগ করবেন। যদি কোন কর্মকর্তা আপনাদের সহযোগিতা প্রদান না করে, সেক্ষেত্রে আমাকে জানালে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো বলেন, আমরা হচ্ছি প্রজাতন্ত্রের কর্মচারী আপনাদের টাকা দিয়েই আমরা বেতন ভাতাদি নিচ্ছি, অতএব আপনাদের সেবা করা আমাদের ঈমানী দায়িত্ব। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে ৪ নাম্বার থেকে বিশ্বের মধ্যে মৎস্য রপ্তানীতে বাংলাদেশ প্রথম অবস্থানে চলে আসব। সে লক্ষ্যে আমরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছি।