স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামে পুর্ব বিরোধের জেরধরে দুইদল লোকের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের জমিলা খাতুনের সাথে সালেহার সীম-সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। গুরুতর আহত অবস্থায় লাকী আক্তার (২০), সালেহা খাতুন (৪০) ও জমিলা খাতুন (৫০) কে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।