আজিজুল ইসলাম সজিব ॥ চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাইয়ুম চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুস সোবহানের পুত্র। গতকাল রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল কাইয়ুম তার নিজ বাড়ির পাশের জমিতে সেচের পানি দেওয়ার জন্য তার বসতঘরের বিদ্যুতের মেইন লাইন থেকে বিদ্যুতের সংযোগ দিতে কাজ করার সময় অসাবধানতাবশতঃ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্বব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।