প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে পৌর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য আতাউর রহমান মঞ্জিলের মৃত্যুতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন নিউয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি সাবাজুর রহমান চৌধুরী, এম এ আজিজ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর সোহাগ, পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক এন.এম ফজলে রাব্বী রাসেল, পৌর আওয়ামীলীগ সম্পাদক এডঃ ইকবাল হোসেন ভূইয়া, মীর আলম কাউসার, জিয়া উদ্দিন আহমেদ, পার্থ সারথী রায় প্রমুখ।
এছাড়াও পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আতাউর রহমান মঞ্জিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেন, আতাউর রহমান মঞ্জিল একজন ভাল মনের মানুষ ছিলেন। এছাড়াও তিনি একজন আওয়ামীলীগের নিবেদীত প্রাণ কর্মী ছিলেন। তবে কোনদিন তিনি কোন পদ-পদবীর আশা করেননি। সাধারণ সম্পাদক চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আতাউর রহমান মঞ্জিল তিনি তার কর্মের মাধ্যমে আমাদের মধ্যে চির অম্লান হয়ে থাকবেন। এছাড়াও তিনি মঞ্জিলের পরিববারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত কেেরন। সভার শুরুতেই আতাউর রহমান মঞ্জিলের আত্মার মাগফিরাত কমনা করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এবং সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।