বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নবীগঞ্জে বহুল আলোচিত কলেজ ছাত্রী তন্নী হত্যাকান্ড ॥ ঘাতক রানু’র মৃত্যুদন্ডাদেশ কার্যকর চায় তন্নী পরিবার নবীগঞ্জে নারীকে হত্যার দায়ে ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড আল্লামা শাহ আব্দুল কুদ্দুছ নূরী (র:) এর ১৮তম মৃত্যুবার্ষিকী আজ চুনারুঘাট পুলিশের অভিযানে এক ডজন আসামী গ্রেফতার আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মাধবপুরে বিএনপির দোয়া ও আলোচনা সভা রাজিউড়ায় অবৈধভাবে কবরস্থানের মাটি কেটে বিক্রি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ছাত্র সমাবেশ সফল করতে পরামর্শ সভা অনুষ্ঠিত উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক

ওল্ডহাম বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনায় এমপি আবু জাহির ॥ নিজের দায়িত্ববোধ থেকেই এলাকার জনগণের উন্নয়নে পরিশ্রম করছি

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুলাই, ২০১৮
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-যত ব্যস্ততাই থাকুক না কেন, দলের স্বার্থে যে কোনো জায়গায় আমাকে যেতে হলে আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি সেখানে ছুটে যাই। কোনো সংবর্ধনা পাওয়ার আশায় আমি উন্নয়ন কাজ করি না। হবিগঞ্জ-লাখাইবাসী আমাকে দুইবার তাদের মূল্যবান ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। নিজের দায়িত্ববোধ থেকেই এলাকার জনগণের উন্নয়নে পরিশ্রম করছি। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমি আমার রাজনৈতিক কর্মকান্ড করে যাচ্ছি। হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করায় যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওল্ডহাম শাখার আয়োজনে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বাংলাদেশকে স্বাধীন না করতেন তাহলে আজকের এই উন্নয়নশীল দেশ আমরা পেতাম না। দেশের আনাচে-কানাচে এত উন্নয়নের ছোয়া লাগতো না। তাই আসুন দলমত নির্বিশেষে আমরা বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। এ সময় তাকে দেয়া সংবর্ধনায় ফুলের তোড়া বঙ্গবন্ধুর নামে উৎস্বর্গ করে প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, প্রবাসে থেকে অনেক পরিশ্রম করে আপনারা দেশের উন্নয়নে ভূমিকা রাখেন। শত ব্যস্ততার মধ্য থেকেই দেশের স্বার্থে, আওয়ামী লীগের স্বার্থে আপনারা এখানে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন। এ সময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে দেশের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন ওল্ডহাম শাখার সভাপতি মদচ্ছির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ তোফায়েল আহমেদের পরিচালনায় সংগঠনের নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ যুক্তরাজ্যস্থ বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com