প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি ও বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ দোষির শাস্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন। গতকাল দুপুর ১২ টার দিকে উসমানী রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে এক পথ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ গোল আহমেদ কাজল।
যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, খয়রুল বশর চৌধুরী, জাকির হোসেন, যুবলীগ নেতা, এখলাছুর রহমান খান, হোসাইন আহমেদ, তৈয়বুর রহমান, আবুল হোসেন, নেছার আহমেদ জগলু, আব্দুল কদ্দুছ সাগর, শাহ্ সুমন আহমেদ, মুহিত মিয়া, আলমগীর হোসেন, তোফাজ্জুল হোসেন, জুয়েল আহমেদ, আশাহিদ আলী আশা, শাফু আলম মেম্বার, সাইদুর রহমান মেম্বার, মিজানুর রহমান মেম্বার, আবুল আজাদ শাহজাহান, জাবেদ আহমেদ, পিকলু চৌধুরী, হাফিজুর রহমান মিলন, জসিম উদ্দিন, সিরাজুল ইসলা, নবীগঞ্জ উপজেলা ছাত্রীগের সাবেক যুগ্ম আহ্বাক খুর্শেদ আলম মফিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সল আহমেদ তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, মজনু মিয়া প্রমূখ।
বক্তাগণ ফজলুর রহমান খানের উপর হামলাকারী ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে তাদের বিচার নিশ্চিত করার দাবী জানান।