স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিনের দায়ের করা হত্যা মামলার বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে বিল্লাল মেম্বার দায়ের করা পাল্টা মামলায় কারাগারে থাকা ৫ আসামির জামিন দিয়েছে আদালত। গতকাল বুধবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ তাদের জামিন দেন। উল্লেখ্য, গত ১৮ জুন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বর্ধিত সভায় আলাউদ্দিনের ভাই আল আমিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন আলাউদ্দিন বাদী হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজবাহ উদ্দিন ভূইয়াসহ ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এরই পাল্টা মামলা হিসেবে গত ৮ জুলাই ৪২ জনকে আসামি করে মিসবাহ ভূঁইয়ার পক্ষে মামলা দায়ের করেন আল আমিন হত্যা মামলার আসামি বিল্লাল মেম্বার। উক্ত মামলায় ১৬ আসামি গত ৯ জুন জামিন পান। এছাড়া ১২ জুন আলাউদ্দিনসহ ২১ আসামি জামিন পান। ওই দিন আদালত ৫ আসামির জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গতকাল আদালত এই ৫ জনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন-সামছু মিয়া, স্বাধীন মিয়া, সাংবাদিক আমির হামজা, আমিনুল ইসলাম (মবু) এবং আনোয়ার হোসেন।