নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্বরনে ৩০ লাখ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বৃরোপন অভিযান এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসন কর্তৃক শহরের জে.কে সরকারী মডেল হাই স্কুল, হীরা মিয়া গার্লস হাই স্কুল, নবীগঞ্জ ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ও স্ব স্ব প্রতিষ্ঠানে প্রধান/সহকারী শিক্ষকবৃন্দ।