স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় লিটন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। লিটন মিয়া মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের শফিক মিয়ার পুত্র। গতকাল বুধবার আদালতে লিটনের রিমান্ড আবেদন ও জামিন শুনাণী হলে আদালত রিমান্ড আবেন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার জানান, হবিগঞ্জ সদর উপজেলার আশেড়া গ্রামের ছায়েব আলীর পুত্র আব্দুস সালাম রাজধন বিয়ের প্রলোভন দিয়ে লাখাইয়ের এক তরুণীকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। এক পর্যায়ে মামলাটি আপোষের জন্য সালামের অনুরোধে বামৈ ইউপি মেম্বার ইকবাল মিয়া অলিপুর এলাকার সিরাজ মিয়ার বাসা ও ওই তরুণীর ভাড়াটিয়া বাসায় গেলে সালাম ও লিটনসহ তাদের লোকজন ওই তরুণীকে দিয়ে জোরপুর্বক অশ্লীল ছবি ও ডিভিও রেকর্ড করে। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেয় তারা। এ ঘটনায় ইউপি মেম্বার ইকবাল মিয়া বাদী, হয়ে তথ্য প্রযুক্তি আইনে উল্লেখিতসহ বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে লিটন মিয়াকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।