প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নবগঠিত হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সকালে শহরের সিনেমা হল বাজার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় চিলড্রেন পার্কে এক সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডঃ মোঃ এনামুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, হাসবী সাঈদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, মাকসুদুর রহমান উজ্জল, আলমপনা চৌধুরী মাসুদ, কুতুব উদ্দিন শামীম ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ। সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, জুসেফ বখ্ত চৌধুরী, সাইফুল আলম চৌধুরী, ইফতেখার এমরান, সালেহ্ আহমদ, মামুনুর রশীদ খান, শফি কাইয়ূম, বিশ্বজিৎ পুরকায়স্থ মিঠু, এনামুল খান, আব্দুল বাতেন চৌধুরী জাকি, তোজাম্মেল চৌধুরী রাসেল, এনামুল হক এনাম, শিপন খান, শহিদুল আলম চৌধুরী আকিক, কামাল আহমদ, মহিবুল ইসলাম সোহেল, সোয়েব চৌধুরী, আক্কাস আলী, নূরুল ইসলাম, সালাম আল মুক্তাদির, সাইফুর রহমান রিপন, আবুল খায়ের অপু, জামু রহমান জামু, ইব্রাহিম খলিল সোহেল, আল-আমিন মিয়া, ফেরদৌস আহমদ, ছায়াদ আহমদ, মোস্তাফিজুর রহমান পলাশ, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, আয়াত আলী, মমিন মিয়া, নূরুল আমীন চৌধুরী জুয়েল, মোঃ ছমিরুল হক, রুকন চৌধুরী, সৈয়দ নাজমুল হাসান, বাবুল আহমদ, আব্দুল হান্নান, সাইদুর রহমান, জিল্লুর রহমান জিলু, মীর কামরুজ্জমান রুবেল, লিটন সরকার, শঙ্কর বনিক, নজরুল ইসলাম, নওশাদ হাসান, রাফেল আহমদ, সায়ম আহমদ, আবুল হাসান আসাদ, এসএম রমজান, এনাম আহমদ, মোঃ আব্দুর রকিব, এম এইচ আহমদ রুবেল, অলিউর রহমান, আব্দুর রব আপন, মোঃ নাসির, হারুন মিয়া, কামরুজ্জান খান, আবুল হাসিব, শাহ্ রুহেল আহমদ, মহিবুর রহমান, রমিজ আলী, মোঃ ডালিম মিয়া, মীর আহমদ, মীর সাদ্দাম, সুবোধ দেবনাথ, শুকুর মিয়া প্রমুখ। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডঃ এনামুল হক সেলিম বলেন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষনা করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়া, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন, অনতিবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে পরবর্তী উদ্ভুত পরিস্থিতির দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।