প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার খনকারী পাড়া নিবাসী খালিক মঞ্জিলের স্বত্বাধিকারী বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মোঃ মদব্বির হুসেন চৌধুরী (মত্তকি) এর সহধর্মীনি এবং সাবেক ছাত্রনেতা মোঃ মিনাল আহমেদ চৌধুরীর মাতা মোছাঃ সৈয়দা খাতুন (৭০) গত মঙ্গলবার রাত ১.৩০ মিনিটে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে ৫ পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ গতকাল মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটের সময় উনার নিজ গ্রামের বাড়ী খনকারী পাডা জামে মসজিদ প্রাঙ্গঁণে অনুষ্ঠিত হয়। জানাযার নামাযে নবীগঞ্জের বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। মরহুমার শেষ ইচ্ছা অনুসারে উনার চতুর্থ পুত্র মোঃ মিনাল আহমেদ চৌধুরী জানাযার নামাজের ইমামতি করেন। জানাযার নামাজে শরিক হন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, শফিকুর রহমান ফারছু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, বিশিষ্ট মুরব্বি ছুরুক মিয়া, সোহান চৌধুরী, জাহাঙ্গীর বখত, আব্দুল আলীম (ছোট), মোঃ খালেদ আহমেদ এবং খনকাড়ী পাড়া গ্রামের লোকজনসহ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন ও সমাজের নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মায়ের রুহের আত্মার মাগফেরাত কামনার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন মরহুমার পুত্র হেভেন চৌধুরী, হেলাল চৌধুরী, বেলাল চৌধুরী, মিনাল চৌধুরী, দিলাল চৌধুরী ও একমাত্র কন্যা রেফা চৌধুরী।