কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে আহত অবস্থায় একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ইছবপুর এলাকার আফতাব মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে এ অজগরকে উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, বেশ কয়েক দিন ধরে অজগরটি ইছবপুর এলাকার আফতাব মিয়ার বাড়িতে এসে তাঁর পোষা মুরগিগুলো খেয়ে ফেলত। চেষ্টা করেও সাপটিকে ধরা যায়নি। গতকাল সকালে মুরগি খাওয়ার জন্য সাপটি এলে স্থানীয় বাসিন্দারা সাপটিকে দেখে ফেলে। পরে এটিকে তাড়িয়ে দেওয়ার জন্য লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। অজগরটি সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করেও পারেনি। লাঠির আঘাতে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজেদের আশ্রয়ে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, অজগরের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর আহত সাপটিকে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রাণীটি পুরোপুরি সুস্থ হলে এটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দিয়ে আসা হবে। সজল দেব আরও বলেন, বনে খাবারের তীব্র সংকট থাকার কারণেই মূলত প্রাণীরা লোকালয়ে আসছে। মানুষের ক্ষতি করতে এলে মানুষ নিজে বাঁচার জন্য হলেও বন্যপ্রাণীর ওপর আঘাত করে।