স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের জন্য রাজউড়া গ্রামে রিনা (২৬) নামে ৩ সন্তানের জননীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে পাষন্ড স্বামী। গতকাল সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহত রিনা জানায়, ওই গ্রামের পারভেজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী পারভেজ রিনাকে বিভিন্ন পাবে টাকার জন্য চাপ দিত। চাপের মূখে রিনা বাবার বাড়ী থেকে বেশ কয়েকবার পারভেজকে টাকা দিয়েছে। ওই টাকা সে কাজে না লাগিয়ে জুয়া খেলে নষ্ট করে ফেলে। গতকাল সন্ধ্যায় জুয়া খেলার জন্য পারভেজ রিনাকে টাকার জন্য চাপ দেয়। এক পর্যায়ে তাকে বেরধর মাধোর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় রিনাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসাতালে ভর্তি করা হয়।