চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের রাস্তা কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ডিসিপি হাই স্কুলের সামনে থেকে জলিল মিয়ার বাড়ী পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তা উদ্বোধন করেন, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট প্রেসক্লাব এর সেক্রেটারি মোঃ জামাল হোসেন লিটন, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আকসির ভান্ডারী, কাউন্সিলর আঃ হান্নান, পৌর ইঞ্জিনিয়ার মোঃ ওবায়েদ প্রমুখ। প্রসঙ্গত, চুনারুঘাট পৌরসভার অর্থায়নে ৭৬ লাখ টাকা ব্যায়ে উক্ত কাজ সম্পন্ন করা হবে।