প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি প্রয়াত আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়া স্মৃতি পরিষদের নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে গতকাল দুপুরে নবীগঞ্জ সদর ইউ/পি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত এমপি আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়ার নাতি যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ সমাজ সেবক ফয়ছল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলী হাছান লিটন এর পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি প্রয়াত আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়ার নাতি কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমদ, নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, ইউপি মেম্বার আসাদ চৌধুরী, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. মুজিবুর রহমান, বাউসা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল মিয়া, সামাজিক সংগঠন অগ্রযাত্রা নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ছনি চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিফ আকবর আনহার রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আইয়ুব আহমেদ, অলক রায় জীবন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা কাজী রুহান রাহাদ। সভায় সর্বসম্মতিক্রমে যুক্তরাজ্য প্রবাসী ফয়ছল হোসেন চৌধুরীকে সভাপতি, হেলাল আহমদ ও জুয়েল তালুকদারকে সহ-সভাপতি এবং আলী হাছান লিটনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আব্দুল মন্নান চৌধুরী ছানু মিয়া স্মৃতি পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।