নবীগঞ্জ সংবাদদাতা ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আরিফুল হকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। রবিবার বিকেলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সিলেটের বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা পয়েন্ট, এলাকায় সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান করেন। পরে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আরিফুল হকের গণসংযোগে যোগদান করেন। এরপর রিকাবী বাজারে গণসংযোগের ফাঁকে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক। নির্বাচনী প্রচারণায় আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজত বখত চৌধুরী সাদেক, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোস্তফা আল হাদী, বাহুবল যুবদলের সভাপতি হাজী সামছু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিবলু, নবীগঞ্জ উপজেলার শ্রমিকদলের সভাপতি মোর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের (দল) সভাপতি সঞ্জয় কুমার দাশ, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টুসহ প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী ধানের শীষের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন ।