নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-মার্কলী সড়কে যাত্রীবাহি সিএনজি চাপায় জুবায়ের মিয়া (১২) নামে এক ছেলের প্রানহানি ঘটেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই সড়কের ফার্ম বাজার সংলগ্ন নতুন বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সে ওই এলাকার জিন্নত আলীর ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহি মার্কুলী যাওয়ার পথে উল্লখিত স্থানে পথচারী জুবায়ের মিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাতেই তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।