অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক ২ ট্রেনের নিচে কাটা পড়ে ২ অজ্ঞাত যুবক নিহত হয়েছে। শুক্রবার ১৩ জুলাই সকাল সাড়ে ৮টায় শায়েস্তাগঞ্জ উপজেলার লেনঞ্জাপাড়া ডিগ্রী কলেজ এলাকায় জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩০) নিহত হয়। স্থানীয় লোকজন খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ইনর্চাজ সাজিদুল হককে জানালে সকাল সাড়ে ৮ দুর্ঘটনা ঘটলে কিন্তু ঘটনাস্থলে দুপুরে গিয়ে লাশ উদ্ধার করেন পুলিশ। পরে ওই যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্ততের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে যুবকের লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। অপর দিকে বিকাল ৪ টায় পূর্ব লেঞ্জাপাড়া রেল ব্রীজের কাছে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সন্ধ্যা সাড়ে ৭টার পর লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল হক জানান, রাত হয়ে যাওয়ার ফলে রেলে কাটা অপর যুবকের লাশ ১৪ জুলাই শনিবার সকালে ময়না তদন্ততের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।