স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে গতকাল শুক্রবার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি এলাকাসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন মোঃ আলাউদ্দিন। গনসংযোগকালে তিনি ভোটারদের কাছে আনারস মার্কায় ভোট ও দোয়া প্রার্থনা করেন। তার সাথে কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভয়কে জয় করে যোগ্য নেতৃত্বের হাতে আপনারে মহামূল্যবান ভোট দিবেন। তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করা হয়েছে। হয়রানী করা হচ্ছে আমার কর্মী সমর্থক ও নেতাকর্মীদের। আশা করি নির্বাচনের দিন ব্যালটের মাধ্যমে আপনারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবেন। আলাউদ্দিন বলেন, আপনাদের দোয়ায় আমি জামিন পেলেও আমার ভাইয়েরা কারাগারে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে নির্বাচিত করে উপজেলাকে রাহুগ্রাস থেকে মুক্ত করতে সহযোগিতা করুন।
গণসংযোগ চলাকালে তার সাথে উপস্থিত ছিলেন, জলসুখা ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, বিশিষ্ট মুরুব্বি খালেকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, প্রচার সম্পাদক মোঃ স্বাধীন মিয়া, সাবেক প্রচার সম্পাদক পিযুষ কান্তি রায় রানা, পৌর কমিশনার প্রদীপ কুমার রায়, বিশিষ্ট মুরুব্বি সাব্বির আহমেদ ধলাই মিয়া, আতাউর রহমান, আব্দুল হেকিম, মজিদ মিয়া, রওশন মেম্বার, স্বস্তি মিয়া, জাহাঙ্গির আলম, লেচু মিয়া, সাবেক যুবলীগ নেতা কামাল মিয়া, শফিকুর রহমান, মদরিছ মিয়া, সাম্মু মিয়া, মোহন মিয়া তালুকদার ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।