স্টাপ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর গ্রামে নির্বাচনী বিরোধ ও হিয়ালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার উভয় উত্তরসাঙ্গ ও হিয়ালা গ্রামে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিলে বানিয়াচং থানা পুলিশ ও সুজাতপুর ফাড়ি পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার উত্তরসাঙ্গর থেকে ২ নারীসহ ১৫ জন ও গতকাল শুক্রবার হিয়ালঅ গ্রাম থেকে ১২ জনকে আটক করে। বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কাইয়ুম আহমেদ জানান, বৃহস্পতিবারে ২ নারীসহ আটক ১৫ জনকে আদালতে প্রেরন করা হয়েছে। এছাড়া শুক্রবার বিকেলে হিয়ালা গ্রাম থেকে দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
ওসি মোজাম্মেল হক জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তরসাঙ্গরে মন্দরী ইউনিয়নের চেয়ানম্যান সামছুল হক এক পক্ষ ও জানে আলম মেম্বার অপর পক্ষের নেতৃত্ব দিয়ে আসছে। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত ভূমি ও নির্বাচনী বিরোধ চলে আসছে। হিয়ালা গ্রামে দুই দল লোকের মাঝে জমি নিয়ে বিরোধ চলছে।