স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোড এলাকায় খোশ মহল জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি মসজিদ নির্মাণ কাজে ব্যয়ে ১০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন এবং নির্মাণ কাজের সহায়তায় সকলে এগিয়ে আসার অনুরোধ জানান। উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শফিকুল বারী আউয়াল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মুজিবুর রহমান পলাশ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মধু মিয়া, হাজী মোঃ আব্দুল লতিফ, সাবেক পৌর কমিশনার আলাউদ্দিন কদ্দুছ, ৮ন ং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর, এডভোকেট রফিক উদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, জেলা যুবলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পানভেজ, সাধারণ সম্পাদক জাহির মিয়া, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সদর উপজেলা স্বেচ্ছছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, হাজী জিতু মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাকসুদুর রহমান উজ্জ্বল, শেখ কাউছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীয়ান। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন উপস্থিত মুসল্লীয়ান।