চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেœছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্র্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টে অনুষ্টিত হয়। খেলা শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও মাস্টার মোঃ শাহজাহান মোল্লাহ ও কদ্দুছ মাস্টারের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া মহালদার, এমপি সহকারী মোছাব্বির হোসেন বেলাল, চুনারুঘাট প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ, সহকারি শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ খোরশেদ আলম, চেয়ারম্যান আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, যুবলীগ সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সেক্রেটারি কে এম আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, কাউন্সিলর মরতুজ সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা কৃষকলীগ সেক্রেটারি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, নেতা মাজেদুল ইসলাম লুবন, লিজন, শাহজাহান সামীসহ আরোও অনেকেই। ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন কাজী আব্দুল মান্নান। খেলায় ছেলেদের দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ান হয় নয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স-আপ হয় বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের দল হিসেবে চ্যাম্পিয়ান হয় ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্স-আপ হয় দারাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডঃ মাহবুব আলী এমপি।